ইউএনও’র উপর হামলার প্রতিবাদে দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ পিএম, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ | ৪২৩

টাঙ্গাইলের দেলদুয়ারে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও (মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের কণ্যা) ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দেলদুয়ার, টাঙ্গাইল, মানববন্ধন নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সমাবেশে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বাবলু, সাবেক কমান্ডার সৈয়দ শহিদুল ইসলাম বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ ফরহাদ আলী খান প্রমুখ।