টাঙ্গাইলে সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, শনিবার, ২১ জুলাই ২০১৮ | ৪৭৯

টাঙ্গাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, নাচ, গান, অভিনয় এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

এছাড়া এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।