টাঙ্গাইলে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) নামের এক স্কুলছাত্র হত্যার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের নিরালা মোড় ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে সৃস্টি একাডেমির স্কুলের শিক্ষার্থীরা।
উলেখ্য, ১৬ জুলাই নিখোজ হওয়ার পর গত ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইড়তা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাইমিনুল ইসলাম হামিম (১৬) টাঙ্গাইল শহরের আদালত পাড়ার সফিকুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলো।