শিশু পাচারের অভিযোগে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৫১৭

সাতক্ষীরায় প্রথম শ্রেণির এক শিশুকে পাচারের অভিযোগে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ৬ মার্চ সকালে শিশুটি বাড়ি থেকে স্কুলে যায়। পরে আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন স্বজনরা।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বৈশখালি এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে চার জনকে আসামি করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করেন।

যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায়, গতকাল মামলার রায় ঘোষণা করেন আদালত।