নুসরাত হত্যার দায় স্বীকার করলেন সিরাজ উদদৌলা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, রোববার, ২৮ এপ্রিল ২০১৯ | ৫৩১

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার মামলায় গ্রেফতার মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোবেবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত সোনাগাজীতে তোলা হলে আদালতের বিচারক জাকির হোসেন ১৬৪ ধারার সিরাজের জবানবন্দি রেকর্ড করেন। গত ২৭ মার্চ নুসরাতকে যৌন নিপীড়নের ঘটনায় একই দিন অধ্যক্ষ সিরাজ গ্রেফতার হয়।

এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে গত ৬ এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেয়া হয়। ১০ এপ্রিল সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৪ এপ্রিল এ মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীম ও নুরউদ্দিন আদালতে স্বীকারোক্তিতে জানিয়েছিল তারা গত ৪ এপ্রিল কারাগারে অধ্যক্ষ সিরাজের সঙ্গে দেখা করে। তখন সিরাজ নুসরাতকে জ্বালিয়ে হত্যার নির্দেশ দিয়েছিল।

জবানবন্দি রেকর্ড শেষে সিরাজকে কড়া পুলিশ প্রহরায় ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলা এজাহারভুক্ত ৮ আসামির সবাইকে গ্রেফতার করেছে পিবিআই। মামলাটিতে এখন পর্যন্ত ২ নারীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে ৯ জন।