মিয়ানমারে হিন্দু-মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা প্রতিবাদে
ভূঞাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানববন্ধন


টাঙ্গাইলের ভূঞাপুরে মিয়ানমারে হিন্দু, মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার বন্ধের দাবী ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভূঞাপুর উপজেলা শাখা।
টাঙ্গাইলের ভূঞাপুরে মিয়ানমারে হিন্দু, মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার বন্ধের দাবী ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ভূঞাপুর উপজেলা শাখা।
আজ উপজেলা পরিষদ চত্ত¡রে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামাণিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ভূঞাপুর শাখার সভাপতি সুবোধ দত্ত, সম্পাদক বসুদেব দাস, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সরণ দত্ত, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম কিসলু, খন্দকার এনামুল হক মুকুল, কামরান পারভেজ ইভান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মিয়ানমারের এই অমানবিক ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে মিয়ানমার সরকারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য জোর দাবী করেন। সেই সাথে মানবিক বিবেচনায় বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান এবং দলমত নির্বিশেষে সকলকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।