বিষন্নতায় স্ট্রোকের ঝুঁকি বাড়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৫৫৪

বিষণ্নতা বয়স্কদের স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এমনকি বিষণ্নতার লক্ষণগুলো চলে যাওয়ার পরও এ সমস্যা হতে পারে। বিষন্নতা ও স্ট্রোকের ঝুঁকির ওপর চালানো এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। গবেষণাটিতে এর প্রভাব এবং কারণ সম্বন্ধে ব্যাখ্যা করা হয়।

বিষন্নতার কারণে স্ট্রোক হতে পারে, এই বিষয়ে পঞ্চাশোর্ধ্ব ১৬ হাজার নারী ও পুরুষের ওপর এই গবেষণা করা হয়। যেসব রোগীর প্রথম সাক্ষাতে বিষন্নতা ছিল তাদের এর লক্ষণ চলে যাওয়ার পরও, দ্বিতীয় সাক্ষাতে ৬৬ শতাংশের স্ট্রোকের ঝুঁকি রয়ে গিয়েছিল।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চান স্কুল অব পাবলিক হেলথের গবেষক পাওলা গিলসানজ জানান, কারো স্ট্রোকের ঝুঁকি থাকলে চিকিৎকদের বিষন্নতা বিষয়ে অনুসন্ধান করে এর চিকিৎসা করা উচিত। আরেকটি গবেষণায় বলা হয়, বিষন্নতা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়।

স্নায়ুর অস্বাভাবিকতা তৈরি করে এবং প্রদাহ বাড়ায়। গবেষকরা আরো বলেন, বিষন্নতা সংক্রমণ তৈরি করে এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন হয়। এই অস্বাভাবিক হৃৎস্পন্দনকে বলা হয় আট্রিয়াল ফিবরিল্যাশন, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিষন্নতার ফলে অনেকেই ধূমপান করেন এবং ব্যায়াম কম করেন। এর ফলেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিষন্নতায় বেশি আক্রান্ত হন নারীরা।

গবেষকরা বলেন, গুরুতর বিষন্নতায় আক্রান্ত ব্যক্তিরা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন। তবে বিষন্নতার সফলতম চিকিৎসাও রয়েছে। তাই এর দ্রুত চিকিৎসা করা উচিত। এতে করে স্ট্রোকের ঝুঁকি কমবে।

বিষন্নতার চিকিৎসা কিছুটা জটিল হলেও ভালো খবর হলো কগনিটিভ বিহেইভিয়ার থেরাপি দিয়ে এর ভালো চিকিৎসা করা সম্ভব। এ জন্য বিষণ্নতায় ভুগলে দ্রুত মানসিক চিকিৎসকের সাহায্য নেয়া উচিত। গবেষণাটি প্রকাশিত হয় অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে। – ওয়েবএমডি।