মির্জাপুরে শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন


মুক্তিযুদ্ধে আত্নোৎস্বর্গকারী ৩০ লাখ শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী মির্জাপুরে উদ্বোধন করা হয়েছে। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচীর উদ্বোধনের পর মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন, রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
মির্জাপুরে ২ শতাধিক শহীদদের স্মরণে বৃক্ষ রোপন করা হবে বলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানিয়েছেন।