বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ বাগাতিপাড়া

ইউএনও’র বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৪৭৫

জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উঠেছে।। সরকারের বিভিন্ন দপ্তরে আইনী পদক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ করেছেন স্থনীয়রা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু প্রভাব খাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও ইউনিয়ন বহুমূখি সমবায় সমিতির জমি দিয়ে অবৈধভাবে রাস্তা ও ওয়াল নির্মাণ, এডিপির অর্থলোপাট করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে মিকাশা কোম্পানীর প্রতিটি বার’শ টাকার বল বিতরণের কথা থাকলেও তা না করে কম মূল্যের বল বিতরণ করা, উপজেলা পরিষদ চত্তরে সিসি ক্যামেরা স্থাপন করতে আসা দু’জন কর্মচারী ডাক বাংলাতে ১২দিন-রাত্রী যাপন করে প্রায় চার হাজার আট’শ টাকা ভাড়া হয় কিন্তু ইউএনও সেই ভাড়া দিতে চেয়ে পরে না দেওয়া, প্রায় দুই বিঘা জমির পুকুর লিজ না দিয়ে মৎস দিবসে মাছ অবমুক্ত করে বিক্রি করা, আম বাগানের আম আত্মীয়স্বজনের বাড়ীতে পাঠানো, ইউএনও’র সরকারী গাড়ী প্রায়সই পরিবারের সদস্যরা ব্যাক্তিগত কাজে ব্যবহার করে নিজ উপজেলা ছাড়াও অন্য উপজেলাতে যাওয়া-আসা করা, পেড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দুটি কক্ষ ও ৯শতক জমি দীর্ঘদিন নিজ ইচ্ছায় বেদখলে রাখা, উপজেলা জিমনেশিয়াম ভবণে শিল্পকলা একাডেমীর জন্য মঞ্চ তৈরী করা, ইউএনও’র বাসভবন “রৌদ্রছায়া” ২০১৬ সালে ডিসেম্বর মাসে পরিত্যাক্ত ঘোষনা হলেও অদ্যবদি ভাড়া না দেয়া এবং পরিত্যাক্ত হওয়া ভবনে দু’লাখ টাকা ব্যয় করে সরকারি অর্থের অপচয় করার অভিযোগ করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, রাজশাহী বিভাগীয় কমশিনার, দূর্ণীতি দমন কমিশনের চেয়ারম্যান ও উপ-পরিচালক বরাবর অনিয়-দূর্ণীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

বিভিন্ন কাজে ইউএনও হিসেবে প্রভাব খাটানো সহ অনিয়ম-দূর্ণীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, আমার যা করণীয় তা করেছি। তাতে কোন কাজেই অনিয়ম হয়নি। আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

অভিযোগকারীদের মধ্যে একজন জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর জেলা কমিটির সহ-সেক্রেটারী আসমত আলী নূরু জানান, ‘প্রশাসনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি। আমরা চাই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনী পদক্ষেপ গ্রহণ করুক।

নাটোর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (অবঃ) বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মাজেদুর রহমান চাঁদ বলেন, ইউএনও উপজেলায় আসার পর থেকে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি করে যাচ্ছে। তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়ে তাঁর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সম্পদ তিনি তছুর্বাদ করতে পারেন না।’ এমন অপরাধে অভিযুক্ত ওই কর্মকর্তার শাস্তি দাবি করেন তিনি।

উপজেলা পর্যায়ের একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার এমন অনিয়ম-দূর্ণীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নাটোর জেলা কমিটির সভাপতি রনেন রায় বলেন, এসকল অনিয়ম দূর্ণীতিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত পূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অন্যথায় অনিয়মকারীরা উৎসাহিত হবে।