শিক্ষার গুনগত মান ও সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার- ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, সোমবার, ১৬ জুলাই ২০১৮ | ৬৩৮

টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন শিক্ষার গুনগত মান ও সার্বিক উন্নয়নে নিরন্তর কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়ন, সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষণ হল শিক্ষার লক্ষ্যমাত্রা।’

আজ ১৬ ই জুলাই সোমবার সকালে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্টান প্রধান গনদের অংশগ্রহনে পিবিএম ও এমএমসি বিষায়ক দিনব্যাপী কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করেন। টাঙ্গাইল সদর উপজেলা প্রায় ১৮টি মাদ্রাসা ও ৫৯টি হাই স্কুল প্রধানদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ শিক্ষা অবকাঠামো উন্নয়নেও অনেক এগিয়েছে, ‘শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে। এজন্য আমাদের সবচেয়ে বড় দরকার মানসম্পন্ন শিক্ষক। শিক্ষক তৈরির জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ও উদ্যোগ প্রয়োজন।’

দেশে শতকরা ৪০ ভাগ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ে অনেক নতুন ভবন তৈরি করা হয়েছে ।ঝরে পড়ার হার অনেক কমেছে।’

জিন্নাত জাহান উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন
মোঃ খোরশেদ আলম (অ্যাডভোকেট), চেয়্যারম্যান উপজেলা পরিষদ, টাঙ্গাইল, শাহিন আশরাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আলমগীর হোসেন তালুকদার, সাংকৃতিক বিষায়ক ও প্রচার সম্পাদক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ,
এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্টান প্রধান শিক্ষকগন।