সখীপুর সড়ক দুর্ঘটনার ২২ দিন পর মারা গেলেন রবীন্দ্র

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, রোববার, ১৫ জুলাই ২০১৮ | ৭২৪

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রবীন্দ্র সরকার (৬৪)। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত রবীন্দ্র সখীপুর উপজেলার নলুয়া গ্রামের স্বর্গীয় রায় বাহাদুরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২২ জুন উপজেলার তক্তারচালা এলাকায় বাস ও পিক আপ মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হন রবীন্দ্র । প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিসাৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার বিকেলে তার মৃত্যু হয়।