টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:০৮ এএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৪৮৬

সারাদেশের মতো টাঙ্গইলের ১২টি উপজেলায়ও আজ জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের ভিটমিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাঃ শরিফ হোসেন খান, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনার ডিডি লুৎফুল কিবরিয়ার, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ সদর উদ্দিনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।