টাঙ্গাইলে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ১২


টাঙ্গাইলে ১২ জন আসামীকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ১২ জুলাই সকালে টাঙ্গাইল শহরে কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বাড়ি টাঙ্গাইল থানায় অবস্থিত।
গ্রেফতারকৃত আসামীরা হলেন টাঙ্গাইলের সন্তোষ এলাকার মৃতঃ দরবেশ খানের ছেলে মোঃ মানিক খান(৪০), টাঙ্গাইলের ধলের চরের মৃতঃ জয়নাল আবেদিনের ছেলে মোঃ রাসেল মিয়া(২৪), টাঙ্গাইলের বেরবাড়ীর মৃতঃ আঃ করিম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩২), টাঙ্গাইল সদরের পার দিঘুলিয়ার মৃতঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল ইসলাম(৩০), টাঙ্গাইলের পারবিগ্রমাটি গ্রামের মৃতঃ জতিন্দ্রদাসের ছেলে গৌর চন্দ্র দাস(৪৯), টাঙ্গাইল সদরের দিঘুলিয়ার মৃতঃ মনির উদ্দিনের ছেলে মোঃ খালেক (৪২), সন্তোষের করিম মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২৪), টাঙ্গাইলের ব্যাপারিপাড়ার মোকবুল হোসেনের ছেলে মোঃ সজল মিয়া (৩২), কাগমাড়ার মৃতঃ ছাব্বাত বেপারির ছেলে মোঃ জামাল বেপারি (৩২), রামপাল এলাকার আশরাফ আলীর ছেলে মোঃ আইয়ুব আলী(৩৩), বেপারিপাড়ার মোঃ শহিদুল বেপারির ছেলে মোঃ অর্জুন বেপারী (২৮), এবং টাঙ্গাইল শহরে কান্দাপাড়ার শ্রী গনেশ চৌহানের ছেলে শ্রী শ্যামল চৌহান (২৮)।
গ্রেফতারকৃত আসামীগণকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২৬ ধারায় অপরাধ করায় গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড করা হয়।
র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।