গুহা থেকে উদ্ধার কিশোর ফুটবলাররা সুস্থ আছে
থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার কিশোরদের প্রথম ভিডিও প্রকাশ করা হয়েছে। বুধবার ভিডিওতে কয়েকজনকে মুখে মাস্ক ও হাসপাতালের গাউন পরা অবস্থায় দেখা গেছে।
স্বজনদের দেখে তাদের হাত নাড়তে দেখা গেছে ভিডিওতে। প্রথম দিন উদ্ধার হওয়া ৪ কিশোরকে এরই মধ্যে স্বজনের সাথে দেখা করতে দেয়া হয়েছে। বাকিদেরও খুব শিগগির দেখা করার অনুমতি দেয়া হবে। তারা সুস্থ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে উদ্ধারকারী ডুবুরিদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গুহা থেকে বের করার সময় কিশোররা যেন আতঙ্কিত না হয়, তাই তাদের কড়া ঘুমের ওষুধ দেয়া হয়েছিল। তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয় গুহায় আটকে পড়া কিশোরদের।
