দেবরের সঙ্গে পালালেন ৩ সন্তানের জননী


ফেনীর ফুলগাজীতে পরকীয়ার জেরে দেবরের সঙ্গে আমেনা বেগম (৩২) নামে তিন সন্তানের এক জননী পালিয়ে গেছেন। মঙ্গলবার রাতে ৩ বছরের এক মেয়ে, স্বর্ণালঙ্কার ও অর্থকড়ি নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় আমেনার স্বামী নেজাম উদ্দিন বাদী হয়ে স্ত্রী ও ফুফাতো ভাই হাবিবসহ চারজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের ব্যবসায়ী নেজাম উদ্দিনের স্ত্রী আমেনা বেগমের (৩২) সঙ্গে ফুফাতো দেবর মো. হাবিবের (২৫) পরকীয়া সম্পর্ক তৈরি হয়। এক সময় তা স্বামীসহ স্বজনদের নজরে পড়ে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠকে আমেনাকে সর্তক করেও দেয়া হয়। কিন্তু মঙ্গলবার আমেনা তার তিন বছরের মেয়ে, স্বামীর ৩৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ফুলগাজী থানার পরিদর্শক হুমায়ুন কবির।