নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


“পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে সকাল সাড়ে ১০ টায় একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে ।
র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখনে উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মন্ডল ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস লিপি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোছা: শারমিন জাহান বিউটি, শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, নির্বাচন অফিসার মো: আশরাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: খালেদা ইয়াছমিন, পরিবার কল্যান সহকারী ফাতেমা বেগম, মো: আনিসুর রহমান, মো: ফজলুল হক, মো: এনামুল হক প্রমূখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মাঠ কর্মীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরন করা হয়।