টাঙ্গাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০২:৫৭ পিএম, বুধবার, ১১ জুলাই ২০১৮ | ৪২৩

টাঙ্গাইলে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। ১১ জুলাই বুধবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে কোর্ট চত্ত¡র এলাকা প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো: শরীফ হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ টাঙ্গাইলের উপ পরিচালক মো. লুৎফুল কিবরিয়া। আলোচনা শেষে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা হিসেবে মোট ১৮ জনকে সদনপত্র প্রদান করা হয়। এসময় পরিবার পরিক্লপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।