করতোয়া নদী থেকে ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০ এএম, বুধবার, ১১ জুলাই ২০১৮ | ৪৫৩

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে আব্দুল আলিম (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর উপজেলার গোপালপুর নামকস্থানে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে খানপুর ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত আব্দুল হামিদ সাধুর ছেলে। সে পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আলিম সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পুলিশ মঙ্গলবার বিকেল ৪ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। তবে হত্যার রহস্য এখনও জানা যায়নি।