লক্ষ্মীপুরে একজনকে কুপিয়ে হত্যা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, সোমবার, ৯ জুলাই ২০১৮ | ৪৫৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ২ জন। গতকাল রোববার (৮ জুলাই) দুপুরে শহরের সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে মালেক ও রহিমের সাথে তাদের ভাই হাফিজ ও আব্দুল মতলবের বিরোধ চলছিলো। এ নিয়ে গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিতর্কের এক পর্যায়ে মালেকের ছেলে মেয়েরা চাচা হাফিজ, আব্দুল মতলব ও দাদিকে কুপিয়ে যখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হাফিজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন,  আহত অবস্থায় নিয়ে আসা হলে, বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। তবে, ওনার শরীরে বিভিন্ন আঘাতের ছিহ্ন রয়েছে।