চতুর্থ সপ্তাহেও সুপার হিট 'পোড়ামন-২'


বিশ্বকাপ খেলা চলায় শুধুমাত্র ঢাকার ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিলো জাজের ঈদের ছবি ‘পোড়ামন ২’। কিন্তু দিন যতই যাচ্ছে, সিয়াম ও পূজা জুটি দর্শকদের আগ্রহী করে তুলছে। আর তাই তো খেলা চলার সময়ে দর্শক বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন।
দর্শকের আগ্রহকে প্রাধান্য দিতেই প্রেক্ষাগৃহ বাড়াতে বাধ্য হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর তাই শুক্রবার থেকে দেশের নানা প্রান্তের ৭৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে ‘পোড়ামন ২’।
তবে ছবিটি নিয়ে দর্শকের এমন অভূতপূর্ব সাড়া মিলবে ধারণা করতে পারেননি প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই। শেষ পর্যন্ত তো এই ছবির সাকসেস পার্টিরও আয়োজন করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
সেই অনুষ্ঠানে চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনয়শিল্পী মৌসুমী, শাবনূরসহ অনেকে উপস্থিত থেকে শুভকামনা জানান।
রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, আনোয়ারা, নাদের চৌধুরী, সাঈদ বাবু প্রমুখ।