'ধুম ফোর’-এ সালমান-ক্যাটরিনা জুটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৪৪৮

আবারো জুটি বাঁধতে যাচ্ছে সালমান-ক্যাটরিনাকে। জানা যাচ্ছে আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার তারা জুটি বাঁধতে যাচ্ছেন ধুম ফোর মুমিতে।

সফল ছবিগুলোর একটি হলো ‘ধুম’। অ্যাকশন ধাঁচের এই ছবির দর্শকপ্রিয়তা থাকায় এখন পর্যন্ত ছবিটির ৩টি সিক্যুয়্যাল মুক্তি দেয়া হয়েছে। আর তাই তো শোনা যাচ্ছে খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ছবিটির পরবর্তী কিস্তি ‘ধুম ফোর’র কাজ।

‘ধুম’-এর আগের তিনটি কিস্তিতে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল যথাক্রমে জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানকে। শোনা যাচ্ছিল ‘ধুম ফোর’-এ দেখা যাবে শাহরুখকে। কিন্তু অবশেষে যশরাজ ফিল্মস সালমানের সাথেই চুক্তি করে ফেললো।

‘টাইগার জিন্দা হ্যায়’র পর ‘ধুম ফোর’-এ এবার ষষ্ঠ বারের মত সালমান ও ক্যাটরিনাকে জুটি বাঁধতে দেখা যাবে।