টাঙ্গাইলে কঠোর বিধি-নিষেধের ষষ্ঠ দিনে করোনায় আক্রান্ত ৭৫৯ জন


টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় রোববার (২৭ জুন) নতুন করে ১০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৭০৩৩ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৫৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৩, ঘাটাইলে ২৩, কালিহাতীতে ১৭, গোপালপুরে ১২, মধুপুরে ৯, দেলদুয়ারে ৯, ভূঞাপুরে ৪, সখিপুরে ৩ ও নাগরপুরে ১ জন রয়েছেন। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ৩৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে ভর্তি রয়েছে ২৮ জন। এর মধ্যে ৫ জন আইসিইউ বেডে আর ২৩ জন জেনারেল বেডে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বার্তা বাজারকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, এখন (২৭ জুন) পর্যন্ত ২০১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।