মির্জাপুর কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন


টাঙ্গাইলের মির্জাপুর কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে কলেজের ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সাংসদ ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র, কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ও খন্দকার বিপ্লব মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।