বাগাতিপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের দুধ সেবন


নাটোরের বাগাতিপাড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক-শ্রবন ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ সেবন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, ‘বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য পরিবহন ব্যববস্থাসহ যাবতীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে। প্রতিবন্ধীদেরকে পরিবার এবং সমাজ যেন, বোঝা মনে না করে সেজন্যই তাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে।’
শিক্ষার্থীদের দুধ সেবন করারমতো উদ্যোগ গ্রহনে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমানকে ধন্যবাদ জানান তিনি।
ডা. অভিমান্য চন্দ্রের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মলকুমার মন্ডল, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, ‘ক্যাব’ সভাপতি আব্দুল মজিদ বাগাতিপাড়া প্রেসক্লাব সেক্রেটারী আরিফুল ইসলাম তপু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ সেবন ও বিতরণ করা হয়।