মধুপুরে আদিবাসীদের ভূমি বিষয়ক ক্যাম্পেইন
 
												 
																			টাঙ্গাইলের মধুপুরে মধুপুরে আদিবাসীদের ভূমি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ জানুয়ারী উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক প্রকল্প এই ক্যাম্পেইনের অয়োজন করেন।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদেও সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গেরাম মোস্তফা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আইপি ডিএস এর প্রোগ্রাম অফিসার মিথুন জাম্বিল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, লিটন ফকির, ইদিলপুর গ্রাম কমিনিউটির নেতা কেজিস্টিন নকরেক, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক প্রকল্পের মাঠ কর্মকর্তা সুচনা ররুাম প্রমূখ।
ক্যাম্পেইনে সাংবাদিক, জন প্রতিনিধি, সহ বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিল।
 
                         
 
            