সখীপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালিত

সখীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ | ৪৩৬

“বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।


উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অফিসের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ উকিল উদ্দিন, নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।