মাদক সম্রাট রুবেলকে গ্রেফতারে এলাকায় স্বস্তি!! মিষ্টি বিতরন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪৯৪

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক সম্রাট রুবেলকে গ্রেফতারে এলাকায় সস্তি ও মিষ্টি বিতরন করেছে এলাকাবাসী। রুবেল কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া গ্রামের মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে ও সহদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক।

মামলার বিবরনে জানা যায়, সম্প্রতি টাঙ্গাইল সদরের ঘারিন্দা রেল ষ্টেশনের পাশে জিহাদ খাবার হোটেলের সামনে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। রুবেল র্দীঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছিল বলে জানাগেছে। রুবেল বর্তমানে টাঙ্গাইল জেল হাজতে রয়েছে।

তার গ্রেফতারে উপজেলার দক্ষিণ চামুরিয়া, আকুয়া, মহেলা, বানিয়াফৈর ও চিনামুড়াসহ পুরো সহদেবপুর ইউনিয়নে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরন করা হয়েছে বলে স্থানীয় অনেকেই জানায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানায়, রুবেল গ্রেফতার হওয়ার পর থেকে এলাকায় মাদকের প্রভাব অনেক কমে গেছে। রুবেলের চুড়ান্ত শাস্তি দাবী করে। রুবেলের সহযোগীরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।