আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯; আহত ২০

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, সোমবার, ২ জুলাই ২০১৮ | ৪৩০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১০জন শিখ ধর্মাবলম্বিসহ  কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রাদেশিক গভর্নর আতাউল্লাহ খোগইয়ানি জানান, রবিবারের এ হামলায় শহরের মুখাবেরাত স্কয়ারের আশপাশের বেশ কয়েকটি দোকান এবং বিল্ডিং ধ্বংস হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি জালালাবাদ প্রদেশের রাজধানী নানগড়হার হাসপাতাল উদ্বোধনের কয়েকঘন্টা পরই এ হামলার ঘটনা ঘটে।

নানগড়হারের পুলিশ প্রধান গোলাম সানায়াই স্ট্যানেকজাই জানান, একজন আত্মঘাতী শিখদের বহন করা একটি গাড়িকে লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণ ঘটায়। যারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

নানগড়হারের প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র ইননামুল্লা মিখেল বলেন, এ বিস্ফোরণে ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।