কাতারে শান্তি আলোচনায় যাওয়া হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা


কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর আল জাজিরা। শান্তি আলোচনায় যাওয়া নেতারা এ হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে হামাস।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ও গোয়েন্দা বাহিনী আইএসএ জানিয়েছে, হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট হামলা পরিচালনা করেছে আইডএফ ও আইএসএ। বছরের পর বছর ধরে এই নেতৃত্বের সদস্যরা হামাসের অপারেশন পরিচালনা করে আসছে। হামলার আগে নাগরিকদের ক্ষতি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ। অক্টোবর ৭-এর হত্যাযজ্ঞের জন্য দায়ী হামাস সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করার জন্য আইডএফ ও আইএসএ দৃঢ়তার সঙ্গে অভিযান চালিয়ে যাবে।
ইসরায়েলের এ হামলায় নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, দোহায় এক আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকেন। এই হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন ও কাতারে থাকা মানুষদের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত বলেও জানান তিনি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘কাতার রাষ্ট্র এই হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানায়। দোহা কোনোভাবেই অবিবেচক ইসরায়েলি আচরণ ও অঞ্চলের নিরাপত্তার সঙ্গে খেলা সহ্য করবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও গ্রহণযোগ্য নয়।’