সেনাপ্রধানের সহায়তা চান নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ করতে বলেন জেনারেল অশোক

নেপালে জেনারেশন জেড আন্দোলনের দ্বিতীয় দিনে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তবে পুরো সরকারের পতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। বিভিন্ন সরকারি অবকাঠামো ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের আইজির সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছেন নেপালি সেনাপ্রধান। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছেন তারা।
এর আগে পরিস্থিতি অবনতি হলে প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে যোগাযোগ করে সামরিক সহায়তা চান। নিরাপদে তার বাসভবন থেকে বের হওয়ার অনুরোধ জানান। সেসময় সেনাপ্রধান তাকে পদত্যাগের পরামর্শ দিয়ে জানান, তিনি ক্ষমতা ছাড়লেই সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নামবে। এরপরই ওলি পদত্যাগপত্র জমা দেন।
পরে কাঠমান্ডুতে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়। মঙ্গলবার ভৈসেপাতির মন্ত্রী কোয়ার্টার থেকে প্রায় একডজন সরকারি কর্মকর্তাকে হেলিকপ্টারে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেয়া হয়।