২শত পিচ ইয়াবাসহ কথিত স্ত্রী নিয়ে ভূয়া সাংবাদিক আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৪৪৬

গোপালগঞ্জে ভূয়া সাংবাদিক ফেরদাউস মোল্লা ও  তার কথিত স্ত্রী দিপাকে ২শত পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।
 
শুক্রবার সন্ধ্যা ৭ টায় তাদের আটক করা হয়। আটককৃত দিপা সদর উপজেলার কেকা‌নিয়া গ্রা‌মের আনছার গাজীর কন্যা। ভুয়া সাংবা‌দিক  ফেরদৌস মোল্লা নড়াইল জেলার নড়াগাতি থানার জোগানীয়া গ্রামের জিয়ার মোল্লার ছেলে।

গোপালগঞ্জ ডি‌বি পুলিশের এসআই র‌নি কুমার সাহা জানান, পু‌লি‌শের কা‌ছে আটক মাদক ব্যবসায়ী ফেরদাউস নি‌জে‌কে এক‌টি প‌ত্রিকার ক্রাইম সাংবা‌দিক পরিচয় দি‌য়ে দিপা না‌মে এক নারী‌কে ভুয়া স্ত্রী সা‌জি‌য়ে পু‌লি‌শের চোখ‌কে ফাঁ‌কি দি‌য়ে শহরের মার্কাস মস‌জিদ সংলগ্ন এক‌টি তিনতলা বাড়ী ভাড়া নি‌য়ে দীর্ঘদিন ধ‌রে মাদক ব্যবসা ক‌রে আস‌ছি‌লো।

শুক্রবার গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তা‌দের মাদক ব্যবসার খবর পে‌য়ে ডি‌বির একটি দল তাদের ভাড়া‌ বাড়ী‌তে অভিযান চা‌লি‌য়ে ২ শত পিচ ইয়াবাসহ তা‌দের‌কে আটক করে। আটককৃতরা পেশাদার  মাদক ব্যবসায়ী। তাদের নামে মাদক আইনে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।