আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৪১৫

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম। সফরকালে তারা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে। জাতিসংঘের মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশে এটাই হতে যাচ্ছে প্রথম সফর। এর আগে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের প্রধান হিসেবে রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন করতে বাংলাদেশে আসেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সফর করছেন বিশ্বব্যাংকের প্রধান জিম জং কিম। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার অনুদান দেয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের আলোচনা চলছে।