সাপাহারে হিরোইন ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮ | ৪৩২

নওগাঁর সাপাহারে হিরোইন ও গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।

জানাগেছে, দেশ ব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সাপাহার উপজেলাকে মাদক মুক্ত করতে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে জবই ব্রীজের উপর এক মাদক ব্যবসায়ী অপেক্ষা করছিলো মাদক বিক্রয়ের জন্য এমন সময় সাপাহার থানার এসআই ফারুক মোঃ জাহাঙ্গীর তার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে কলমুডাঙ্গা বদ্যপুর গ্রামের আনছার আলীর পুত্র জাহাঙ্গীর আলম(৩৪) নামের এক মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ২শ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হিরোইন সহ জবই ব্রীজ এলাকা হতে হাতে নাতে আটক করে ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলমের সাথে কথা হলে তিনি জানান,সাপাহার উপজেলাকে মাদক মুক্ত করতে উপজেলাবাসীর সহযোগিতায় এ উপজেলাকে মাদক মুক্ত করতে চাই। আটককৃত আসামীকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯এর ১ক ধারায় মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।