সালাহকে ‘অনারারি সিটিজেন’ হিসেবে সম্মানিত করলেন রামজান কাদিরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, রোববার, ২৪ জুন ২০১৮ | ৪৪৮

লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহকে রাশিয়া রিপাবলিকের ‘অনারারি সিটিজেন’ হিসেবে সম্মানিত করেছেন চেচেন নেতা রামজান কাদিরভ।

বিশ্বকাপে মিশরের হয়ে খেলতে মোহাম্মদ সালাহ রাশিয়ায় অবস্থান করছেন। তিনি এখন রাশিয়া রিপাবলিকের চেচনিয়ার রাজধানী গ্রজনির ক্যাম্পে অনুশীলন করছেন। সেখানে ২৬ বছর বয়সী সালাহর সাথে ছবি তোলেন চেচেন নেতা কাদিরভ।

কাদিরভের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খেলোয়ারদের তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেন। তবে তার সরকারের বিরুদ্ধে মানবধিকার লঙ্ঘনের যেসব সমালোচনা ও অভিযোগ রয়েছে তা বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে কাদিরভ অস্বীকার করেছেন।

শুক্রবার কাদিরভ এক বার্তায় বলেন, ‘মোহাম্মদ সালাহ চেচনিয়ার একজন সম্মানিত নাগরিক। মিশরের জাতীয় ফুটবল দলের সৌজন্যে দেয়া নৈশভোজে আমি মোহাম্মদ সালাহকে সনদের একটি কপি ও একটি ব্যাচ দিয়েছি। তিনি এই সম্মাননা পাওয়ার যোগ্য।

ঘাড়ে আঘাতের জন্য ফুটবল বিশ্ব আসরে উরুগুয়ের বিরুদ্ধে মিশরের প্রথম ম্যাচে খেলতে পারেননি মোহাম্মদ সালাহ। স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি এক গোল করেন। অবশ্য এই ম্যাচে রাশিয়া কাছে ৩-১ গোলে হারে মিশর। সোমবার ভোলগোগ্রাদে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে খেলবে মিশর।