চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, রোববার, ২৪ জুন ২০১৮ | ৫৯৫

চট্টগ্রাম নগরীর একটি হোটেল থেকে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টায় স্টেশন রোডে অবস্থিত পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন মোটেল সৈকত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জামায়াত ও শিবিরের থানা, জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মো. মোহসীন জানান, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আলোচনা সভার নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। গোপনে এ খবর জানতে পেরে আমরা হোটেলটি ঘেরাও করে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসি। তারা কি কারণে সেখানে মিলিত হয়েছিলেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়দুল্লাহ ও শিবিরের চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।