হরিণাকুন্ডুতে দ্বিতীয় শ্রেণীর শিশু ধর্ষিত !


ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে দ্বিতীয় শ্রেণি পড়–য়া ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের ৬ দিন পর হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। হরিণাকুন্ডু থানার ওসি কাজী আয়ূবুর রহমান জানান, গত ১২ জুন দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে ৮ বছরের এক শিশুকে ফুসলিয়ে গ্রামের মাঠের পান বরজে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের লম্পট সাইদুল (৪৪)।
নির্যাতিতা শিশু ঐ গ্রামের কৃষক নফর আলীর মেয়ে। এ ব্যাপারে নির্যাতিতা শিশুর বাবা গতকাল মঙ্গলবার হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
মামলায় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার জোড়াদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই কামরুজ্জামান জানান, মামলা দায়েরের পর আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। নির্যাতিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্যাতিতা শিশুটি মঙ্গলবার ঝিনাইদহের বিজ্ঞ জুডিসিয়াল আদালতে ২২ ধারায় স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করেছে।