ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, সোমবার, ১১ জুন ২০১৮ | ৫৪৭

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। 

১১ জুন (সোমবার) সকালে উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আজমল হোসেন (৩২)। তিনি দিনাজপুরের পূর্ব হাশিমপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই সুজন কুমার পাল বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে বাসের ছাদে থাকা এক যাত্রী একটি গাছের ডালের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং দুইজন আহত হন।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।