আমের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ


টাঙ্গাইলের মির্জাপুরে আমের লোভ দেখিয়ে ৮ ও ১০ বছরের দুই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরু মিয়ার (৪০) বিরুদ্ধে মির্জাপুর থানায় এক শিশুর মা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নুরু মিয়া বাঁশতৈল নয়াপাড়া গ্রামের মৃত চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ, শুক্রবার বিকেলে নুরু মিয়া পাশের বাড়ির ওই দুই শিশুকে আম পেড়ে দেয়ার কথা বলে বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে আম গাছ সংলগ্ন বাঁশ ঝারে নিয়ে যায়। সেখানে শিশু দুটির হাতে বিশ টাকা করে দিয়ে তাদের পরনের কাপড় খুলতে বলেন নুরু মিয়া। এক পর্যায়ে আট বছরের শিশুটি দৌড়ে পালিয়ে এলেও ১০ বছরের শিশুর হাত ধরে কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালান তিনি।
এসময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে নুরু মিয়া দৌড়ে পালিয়ে যান। এ ঘটনার পর শিশুটি বাড়ি গিয়ে ঘটনা খুলে বলে। পরে শনিবার সকালে শিশুটির মা থানায় এসে নুরু মিয়ার নামে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নুরু মিয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি বাঁশতৈল ফাঁড়ি ইনচার্জ এনামুল হককে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।