চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, শুক্রবার, ৮ জুন ২০১৮ | ৪০৯

চট্টগ্রামে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে একজন শহীদুল ইসলামের স্ত্রী নারগিস আকতার (৩৫)। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।