বগুড়ায় মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার

খা‌লিদ হাসান,বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০১:০৮ পিএম, বুধবার, ৬ জুন ২০১৮ | ৪৩৪
বগুড়ার শিবগঞ্জে ফজলে রাব্বী না‌মের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (০৬ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার বিহার নাগর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত ফজলে রাব্বী  বিহার দক্ষিন ফকির পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
 
জানা যায়, গত সোমবার ভো‌র রা‌তে সেহরী খাওয়ার পর থে‌কে নিঁখোজ হয় রা‌ব্বি। প‌রে বুধবার (০৬ জুন) সকা‌লে স্থানীয় লোকজন নাগর নদীতে কচুরি পানার ভেতরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খানলিাশ উদ্ধা‌রের বিষয়‌টি নিশ্চিত করেছেন।