বগুড়ায় ২১ মাদক ব্যাবসায়ী আটক

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৪৫৮
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ২১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
 
শনিবার (০২ জুন)দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের ৬টি স্থানে হানা দিয়ে তাদের আটক করে।  এ সময় তাদের কাছ  থেকে ৫শ' পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ১৯ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরেআলম সিদ্দিকী অাটকের বিষয়টি নিশ্চিত  করেছেন।