বগুড়ায় কাভার্ডভ্যান উল্টে তিন শ্রমিক নিহত

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১ পিএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৫২৮
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
 
নিহতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মৃত ইমাম আলীর ছেলে শাহ মাহমুদ (৪০), একই এলাকার মৃত সাবান আলীর ছেলে মহসিন আলী (৫৫) এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে সাদেক আলী (৬০)।

রোববার (৩ জুন) সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন আলী জানান, সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন চার শ্রমিক।

এ সময় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্টো ম-১১-৪৪৮) শেরপুরের ছোনকাবাজারের দক্ষিণে তেলপাম্পের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হন আরো একজন।

 
এ দূর্ঘটনায় আহত শ্রমিক ইদ্রিস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।