আজও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, রোববার, ৩ জুন ২০১৮ | ৪৮৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।  হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আজ রবিবার (৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নগরবাড়ির বগুড়া মহাসড়েক দাদপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ আবদু্ল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাভার্ডভ্যানটি বগুড়া থেকে ঢাকা যাওয়ার সময় চট্টগ্রাম থেকে রংপুরগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানই উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।  লাশ উদ্ধার করে থানায় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।