অপরিপক্ষ আম পাড়ায় বাগাতিপাড়ায় ব্যবসায়ীকে ভ্রাম্যমানে অর্থদন্ড

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৪ এএম, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৪৪৯

নাটোরের বাগাতিপাড়ার বাজিতপুরে নির্দিষ্ট সময়ের আগে অপরিপক্ক আম পাড়ায় এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিামানা করেছেন সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানার ভ্রাম্যমান আদালত।

সূত্রে জানা যায়, উপজেলার বাজিতপুর গ্রমের মৃত কলিমুদ্দিনের ছেলে আম ব্যবসায়ী সোনাউল বুধবার বিকালে প্রায় বিশ মণ লক্ষনভোগ আম গাছ থেকে পাড়ে। আমগুলো বাজারজাত করার প্রস্তুতিকালে রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হন।

সম্প্রতি নাটোর জেলার জন্য জেলা প্রশাসক কর্তৃক কোন্ আম কখন পাড়তে হবে তার সময় নির্ধারণ করা হয়। সে মোতাবেক লক্ষণভোগ আম ১০জুন পাড়ার কথা। কিন্তু ওই ব্যবসায়ী অপরিপক্ক আম নির্দিষ্ট সময়ের পূর্বেই বাজারজাত করার চেষ্টা করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আম ব্যবসায়ী সোনাউলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব এর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।