বাগাতিপাড়ায় মোবাইলকোর্ট ৪ব্যবসায়ীর জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৩ পিএম, বুধবার, ২৩ মে ২০১৮ | ৫১৬

নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়নের কয়েকটি বাজারে মোবাইলকোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র ভ্রাম্যমান আদালত।

অপচ্ছিন্ন পরিবেশে খাবার বিক্রি ও সরকার কর্তৃক মূল্য তালিকা না টাঙানো, ওজনে কারচুপির দায়ে মঙ্গলবার সন্ধ্যায় জামনগর বাজারে মেসার্স সরকার ট্রেডার্সে পাঁচ হাজার, জামনগর কনফেকশনারীতে এক হাজার, বাঁশবাড়ীয়ার ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারে পাঁচ হাজার, কালিকাপুর বাজারে খোরশেদ স্টোরে তিন হাজার চারটি দোকানে মোট চোদ্দ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব এর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।