ঝিনাইদহে ট্রাক্টর চাপায় নিহত ২

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬ এএম, মঙ্গলবার, ২২ মে ২০১৮ | ৪৯৫

ঝিনাইদহে বালি বোঝায় ট্রাক্টরের ট্রলির চাপায় মোটর সাইকেলের দুই আরোহি নিহত হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সোমবার দুপুরে মোটর সাইকেল যোগে রিগান ও মকলেস নামের দুইজন ইলেকট্রিক মিস্ত্রি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে হরিণাকুন্ডু আসছিল।

পথে নারায়ণকান্দি গ্রামের ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাক্টরের ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রিগান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আজিজুল মন্ডলের ছেলে ও মকলেস একই উপজেলার ঘোষবিলা গ্রামের শের আলীর ছেলে।