নন্দীগ্রামে প্রকাশ্য যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, সোমবার, ২১ মে ২০১৮ | ৪৮২

বগুড়ার নন্দীগ্রামে দিনের বেলায় এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ১০হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে দুজন মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী।

জানাগেছে, পৌর শহরের দামগাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে শাহজামাল (৩৫) ধান মাড়াইয়ের টাকা নিয়ে নন্দীগ্রাম শহর থেকে বাড়ী ফেরার পথে আজ সোমবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের দামগাড়া মোড়ে পৌছলে পিছন থেকে দুজন হেলমেট পরিহিতো সন্ত্রাসী মোটরসাইকেলে খুব দ্রত এসে শাহজামালের বাম চোখের উপরে ও বামহাতে ছুরিকাঘাত করেলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং গুরুত্বর আহত হয় ।

এই সুযোগে দুজন সন্ত্রাসীরা তার নিকটে থাকা ১০হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে আশ-পাশের লোক ছুটে এসে ঘটনাস্থল তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়।

এ বিষয়ে আহত শাহজামালের সাথে কথা বলা হলে তিনি জানান, আমি কোন কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা আমার কপালে ছুরি মেরে ১০হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, বিষয়টি শুনেছি প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে (নন্দীগ্রাম সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি গোপন তদন্ত চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।