নাটোরে র্যাবের অভিযানে ১২ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক


মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরের বিভিন্ন স্থান থেকে ১২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।
কোস্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব সুমীত সাহা এর যৌথ নেতৃত্বে অভিযানে রবিবার বিকাল চারটা হতে রাত সাড়ে এগারটা পর্যন্ত বাগাতিপাড়া ও নাটোর সদরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১২জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট সুমীত সাহা। আটককৃত হলেন, বাগাতিপাড়া উপজেলার সোনাপাতিল মহল্লার রুহুল আমিন (৫০), নাটোর কানাইখালির রানা শেখ (৪০), হুগোলবাড়িয়ার তুষার (২০), গাড়িখানার সবুজ (২৫), উপর বাজারের সূর্য (৫০)-, বড়গাছার খোকন শেখ (৩৫), তেবাড়িয়ার শহিদুল ইসলাম (৩২), মল্লিক হাটির বিপুল (২৭), নারায়নকান্দির আরিফ (১৯), লোটাবাড়ীয়ার সুজন ইসলাম, ছাতনী পূর্বপাড়ার সুজন হোসেন (৩০), কান্দিভিটার উজ্জল শীল (৪২)। ভ্রাম্যমানে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড এবং উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে।