আত্রাইয়ে সোনার দোকানসহ ২ দোকানে রহস্যজনক চুরি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ | ৪৬৭

নওগাঁর আত্রাইয়ে সোনার দোকানসহ ২টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা এসময় জুয়েলার্সে থাকা প্রায় একশ ভরি স্বর্ণালঙ্কার নগত ৯৮হাজার টাকা অপর দোকান মান্নান গার্মেন্টসের মালামালসহ নগত ৫৬ হাজার লুট করে নিয়ে গেছে।

বুধবার গভীর রাতে সাহেবগঞ্জ বাজার নিউ মার্কেটের দি অঞ্জলী জুয়েলার্সে ও মান্নান গার্মেন্টসে রহস্য জনক এ চুরির ঘটনা ঘটে।

দি অঞ্জলী জুয়েলার্সের মালিক শ্রী ময়না কর্মকার জানান, দোকানে চুরি হয়েছে এমন খবর শুনে দ্রুত মার্কেটে আসি। এসময় দোকানের শাটার খুলে দেখি ভেতরে থাকা প্রায় একশ ভরি স্বর্ণালঙ্কার ও নগত ৯৮ টাকা লুট হয়ে গেছে। চোরের দল এসময় পাশের দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। পরে বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রাথমিক তথ্যে জানা যায়, উভয় দোকানের সাটার গেটে তালা লাগানো ছিল, ভেতরে প্রবেশ রহস্য মনে হচ্ছে।
আত্রাই থানা অফিসার্স ইন চার্জ (ওসি) মোবারক হোসেন জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।