সাংবাদিকদের স্বরণে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের স্মরণসভা


প্রয়াত সাংবাদিক দারুস সালাম রাবু, শফিউল আলম বিপুল ও শাহ জামালের স্বরণে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নির্বাহী সদস্য নাজির হোসেন, মহসিন সরকার, আখতার হোসেন দুলাল, আব্দুল হাকিম, সাংবাদিক আবু হানিফ প্রমূখ। সভাশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।